আরে কাকা! তুমি কেমন আছ?
এবার এলে বহুদিন পর যে।
এসেছো বেশ করেছ
তবে ক’দিন থেকে যেয়ো।
প্রানের ভাইপো
সময় পাইনা এতটুকু
তাইতো এলাম সময় বুঝে
সবইতো বোঝ তুমি
ব্যাস্ত থাকতে হয় কাজে।
তবে কথা হচ্ছে
থাকবনা বেশিদিন
এসেছিলাম একটি কাজে।
ওহ্ কাকা ও সব কথা পরে হবে
আগে তুমি বসতো
বলো কি কি খাবে?
কাকা মনে মনে বলে
খাবতো সবকিছু
কার্য সিদ্ধি হলে।
তোমার কাকি বলছিলো
না-তুমি কি অাছো ভালো ?
কাকার মনে শংসয় চলে
কি বলতে কি যে বলে
মান যাবে ধরা খেলে
কি বলো আমতা আমতা
বলা যায়না কি এমন কথা।
টাকা লাগবেতো-জানি
এতো পুরনো কাহিনি
মিথ্যা বলো ক্যানো শুনি।
তুমি না সত্যের পথিক
জ্ঞানী গুণি ঋষি মুনি।(০৭/০২/২০১০)