বাদলা দিনে মিষ্টি সুরে
কোকিল গায় গান
ধানের শিষে বৃষ্টি দিনে
সবুজেরা পায় প্রাণ।


ঘাসের উপর ফড়িং নাচে
ব্যাঙে ধরে সুর
ডালে বসা কাক ডাকে
বেদনায় বিধুর।


রাখাল শিশু আথাল মাঝে
বাধে গাভীর রশি
শ্যামা মেয়ের নাচের তালে
রিপন বাজায় বাঁশি।


বধু বসে পুঁথি পাঠে
শোনে সর্বজনে
নকশি কাঁথা মেয়েরা সব
শেলাই আনমনে।


বাদলা দিনে বৃষ্টি জলে
ভেসে চলে টেপা
বাধে বারে কন্যার মাথার
খোলে চুলের খোপা।


কৃষক সকল চালায় বসে
ধরে জারির সুর
বুজির কোলে দুলে দুলে
শুনতে লাগে মধুর।
                            রচনাকাল ঃ ২৩-০৭-২০০৯
                            স্থান ঃ যশোর