হায়রে পৃথিবী
তুই বড়ই নিষ্ঠুর
তুই বড়ই হৃদয়হীনা।
তুই এতটুকু বুজতে চাসনে
দরিদ্র - অসহায় - আর্ত-
পীড়িতের নির্মম বেদনা।
তিল তিল  করে গড়ে-
তুলেছে যে কৃষাণ কৃষাণী
ঐশ্বর্যময় বসুন্ধরা।
তুই বুঝতে চাসনে তাঁর
হৃদয় গভীরে পুষে থাকা
স্বকরুণ নিদারুণ যাতনা।
মাথার ঘাম পায়ে ফেলে
তোরে সাজিয়েছি কত
বলনা তাতে কি পেলাম?
তুই (সালা) আজ টাকার গোলাম।


বিঃ দ্রঃ গালি অর্থে “সালা” ব্যবহার করা হয়েছে।


                         রচনাকাল ঃ ২১-০৭-২০১৪
                                স্থান ঃ যশোর