রাত্রি জাগরণে যদি
একফোঁটা জল আসে চোখে
ভেবে নিও মন দুঃখ পেয়েছো
কষ্ট দিয়েছি অনেক ।
তোমার যা হারাবার হারিয়ে গেছে
জোছনা রাতে চাঁদের আলো
মন তুমি অন্ধকারে ।
ভেবে নিও মন দুঃখ পেয়েছো
কষ্ট দিয়েছি অনেক ।


গভীর রাত একাকী ঘরে
ঘোর অন্ধকারে
চারিদিকে নিঃশব্দের হাওয়া
বয়ে যায়
ঝড় ওঠে একলা মনের ঘরে।
মনে পড়ে আজ শুধু
অতীতের সুখ স্মৃতির  কথা
স্মৃতির পাতাগুলো আলতোভাবে
উলটে পালটে পড়ে
সাগরের উত্তাল ঢেউয়েরমতো ।
ভেবে নিও মন দুঃখ পেয়েছো
কষ্ট দিয়েছি অনেক ।


একাকী নির্জনে আমি
কোন এক দূর দ্বীপবাসিনী হয়ে
কত দিবস রজনী পার হয়
কত শীত বসন্ত ছাড়া
কৃষ্ণচূড়ার রং ফ্যাকাশে হয়েছে
কাশফুল দোলায় না মাথা
মধুমালতী আজ গন্ধ হারা
ভেবে নিও মন দুঃখ পেয়েছো
কষ্ট দিয়েছি অনেক ।


রচনা কাল: ৫/৯/২০১৯