স্মরণিকা
           রিপন রায়


ঘুরে ফিরে আসে,  আসে যায় দিন
কখনো কাশফুলে কখনো মলিন
কখনো সিংহল সমুদ্রে কখনো বেদনার
কখনো বা হাসি খুশি রঙিন ।


কখনো দিন ফ্যাকাশে আকাশ নীল
নিঝুম নিরালায় ঝাউয়ের বনে
স্মৃতিগুলো হেসে কেঁদে লুটায়
কখনো ভাসে আবার অশ্রু বানে।


জীবনের পাতায় পাতায়
শত স্বপ্ন সহস্র গান
দিবস রজনী একাকার
লিখে রাখি তার সবটাই
গুণি শুধু অপেক্ষার প্রহর ।


ওই যায় ফুলবনে কেতকী উড়ে
বিয়োগের ব্যথা হয়ে বিষাদের গানে
তরী বেয়ে যায় মাঝি ঘটে নিত্যদিন ।


হাসির রেখা মাখামাখি উদয়পদ্ম
দিয়ে যায় স্বপ্নের দেখা
কনকলতা কৃষ্ণচূড়ার ডালে
এ হৃদয় সম্মোহীন।


কবে তুমি ডেকছিলে
দিয়েছিলে মেখে
তোমার অন্তরের ভালবাসা
আমার এ দুটি ঠোঁটে এঁকে ।


কিভাবে শুধিব আমি
তোমার ভালোবাসার ঋণ
আমি লিখে রাখি
আমি লিখে রাখি
পঞ্জির পাতায় সেই দিন ।


রচনাকাল: ২০/১১/২০১৯