সখি কেমনে করিয়া পিরিতি
নয়ন জলে ভাসিতে হয়।
এমন পিরিতি জানে সে কেবা
জানিতে জানিয়ো নিশ্চয়।
সখি পিরিতি করিয়া পিরিতি ভজিয়া
পিরিতে ভাসিতে চাই।
সখি রজনী ভরিয়া পিরিতি করিয়া
সুখেতে রজনী পোহায়।।
সখি পিরিতি ভূবনে পিরিতি গোপনে
গোপনে পিরিতি হয়।
সখি পিরিতি লগনে পিরিতি স্মরণে
পিরিতি করে অভয়।
সখি পিরিতির পিরিতে মজিয়া মরিতে
মন মম তায়,
সখি পিরিতির পিরিতে কলঙক রচিতে
কলঙক নিবাস যাই।।


                  রচনাকাল : ২৮-০৮-২০১১
                        স্খান : যশোর