ভেসে গেল সব সুখ
         রিপন রায়

জানিনা কখন হয়ে যায় মরণ
মরণেরা গানে ধরে সুর।
আচমকা ডেকে যায় কাক ;
আকাশে দেয় পাক
কেঁদে ওঠে বুক।
আকাশে ঘন মেঘ
ফসল ভরা সোনালী ক্ষেত
এবার বুঝি বানে
ভেসে গেল সব সুখ !

রচনাকাল  :: ২৯/১১/২০১৯