অবনী ঘোষ
////////////////
শুরু হয়েছে রক্তের হোলি
আকাশ বাতাস হয়েছে ঘুটঘুটে লাল
মধ্য গগনের সূর্য্যাটাও টকটকে লাল
সূর্য্যদয় নয় সূর্য্যস্তও নয় এখন!
চারিদিকে বইছে
লাল রক্তের স্রোত
এটাই বোধহয় বিধির অধিলিখন।
এ কি মহাপ্রলয়ের চোরা স্রোত?


শোন অবনী ঘোষ
যে ভাষায় শুরু করেছিস হুণ সভ্যতার সূচনা,
যে ব্যাকরণের নীতিতে করেছিস
সাম্রাজ্যের অবতারণা।
সেই ভাষায় সেই নীতিতে করবো সমাপন,
হারিয়েছি সবাই মোরা আজ ভাষা মার্জনার।


মধুর বাঁশুরির সুরে মিশিয়েছিস
গরল বাতাস।
তরঙ্গে তরঙ্গে করেছিস জিঘাংসার প্রকাশ।
প্রতি পদেপদে করেছিস হত্যার নকশা বিকাশ।
সেই নকশাও আজ মোদের হাতে।
শোন অবনী ঘোষ ..
দ্বিপ্রহরের অমল আলোয়
তোরই সম্মুখে করবো,
তোর সাম্রাজ্যর সমূলে বিনাশ।


আজি হয়েছে সময় হিসেব মেলাবার,
এসেছে লগন কৈফিয়ৎ দেওয়ার।
সবার হাতে হাতে আজ হিসেবের আতস কাঁচ
তোর দুর্গে ভরবো মোরা ভোরের নির্মল বাতাস।


শোন অবনী ঘোষ
এই ময়দানে হবে তোর অন্তিম নিশ্বাস।
জ্বালাবো পুড়াবো
তোর চিতা ভস্মের ছাই উড়াবো ।
মুক্ত করবো-
তোর দুর্গের দেওয়ালে জমে আছে যত গভীর দীর্ঘশ্বাস।