অন্ত কথা
:::::::::::::::::::::::::::::


অন্তরের পাতায় পাতায় রচনা করেছি যে অনুলিপি,
মনে হয় আজ-
হাজার বছরের প্রতীক্ষার মর্ম যন্ত্রণার অব্যাক্ত দিনলিপি
পায়ে পায়ে অবসন্ন শরীরের জীবাশ্ম খচিত ছাপ,
বাস্তবের ঘাত আঘাতের অনুকম্পা আর অসহ্য অভিশাপ।


চোখের তারায় নয়ন জ্যোতির আছো মনি হয়ে,
আনাগনার মেঘের মেলায় নিঃশব্দে গেছো সরে সরে।
রংমহলের রংশালায় ছিল কত
রংবে রংগের চিত্রায়ন,
রূপের ছটায় ছত্রে ছত্রে ভরে উঠত মনের অঙ্গন।


কত কথা আছে জমে আজও  পাষান হৃদয় মাঝে
কথা ছিল চলবো সাথে স্বপ্ন মেখে আজও বুকে বাজে।
কথা ছিল বাঁচবো মরবো তোমার নয়ন তারায়
হিয়ার মায়ায় বেঁচে আছি যদি হাত কখনো বাড়ায়।


চোখের রশ্নি গেলো স্বপ্ন গেলো হাত দিলে ছেড়ে,
অন্তরের কথা অন্তরে আছে জমে,দিনলিপি রয়েছে পড়ে।