অ-পার্থিব
=========
কি অদ্ভুত এই জীবন
হাসায় কাঁদায় ভাবায়।
নানান উন্থান পতনে
মুখামুখি বসিয়ে দেখায়।
কেউ সাহস পায়
কেউ শক্তি যোগতে সক্ষম হয়,
কেই হতাশায় ডুবে যায়।


কেউ মরে তিলে তিলে
কেউ নতুন কিছু শিখে নেয়।
কেউ অতল গহ্বরে ডুবে যায়!
কেউ বা আত্মহননে ভরসা পায়?


যখন সম্মানের উচ্চ শিখরে
অবস্থান করে।
যখন বন্ধু সমাগমে জীবন
বয়ে চলে।
যখন তোমার অনুকরণে
সবাই  চলে।
যখন হতাশার পাহাড়ে করো বিরাজ,
কেউ কি কখনো খোঁজ নেয়?
কি বইছে তোমার মনে আজ।


যখন সবাই দেখে তোমায়
ঈর্ষার চোখে,
যখন সবাই যেতে চায়
তোমায় ছেড়ে যেতে।
প্রতি পদে পদে প্রতি বাঁকে বাঁকে
যখন বিচ্যুত হয় তোমার নজর।
তখন তোমার মনের দোলাচলের
কে রাখে খবর?


ছোট গ্রামের গালি থেকে
যখন এলে রাজপথে
তখন তোমার পায়ে পায়ে পা
মিলিয়েছে ক জন?
কত জন ছিল সাথে?
তোমার নাম, তোমার যশের
যশ্বসী অধিকারী তুমি।
তোমার সাথে তোমার পাশে যারা ছিল,
যারা নেই, যারা হিংসায়, ঈর্ষায় আছে,
কেউ কোন দিনও পাবে না
তোমার তৈরি করা ওই ভূমি।


তোমার সাথে সাথে মাটিতে মিশে যাবে ওই নশ্বর দেহ,
মননে চিন্তনে হৃদয়ে
তুমি রয়ে যাবে নাই বা থাক এই পার্থিব দেহ।