আশার আলোয় আগামী
////////////////////////////////
গোগ্রাসী কালো অন্ধকার
গিলে খাচ্ছে চারি পাশ।
অন্ধকাসুরের মতো ছেয়ে
যাচ্ছে দ্বীপ,ব-দ্বীপ মোহনা।


অন্তরীক্ষে বসিয়েছে থাবা,
লেলিহান জিহ্ববা।
গগন বিদারী আবাহন
মিশে যাচ্ছে নয়নে প্রাণে।
শকুনের ছায়া পড়ছে ধরা তলে।
সুরেলি ডাক মিশে যাচ্ছে ঘরে- বাইরে,
পাক পাখালীর ডালে ডালে।
পিপিলিকার মতো মিশে
যাচ্ছে দলে দলে।

আজাতশত্রু অসহায়
চক্রবুহ্যে,
সেনানী সব দূরে সরে
একা রণাঙ্গনে।
রংহীন সব রং,বিবর্ণ ,
অন্ধকারে নিমজ্জিত।
বাস্তু ভূমিতে জায়গা নিয়েছে
হলুদ সর্ষে ক্ষেত।
অপেক্ষা,ত্রি-কালদর্শির
ত্রিফলায় কবে হবে শেষ।