বাউল মন
////////////
ওই আঁকা বাঁকা পথ ধরে
সবুজের বুক চিরে
বাউল মন ভেসে যায়
উদাসী মেঘে ভর করে
বাউলের সেই গান
এক তারার ওই টান
ভেসে আসে কুটিরে
পাগল করা সুরে।
বালু চিক চিক মেঠো পথ
সবুজ ঘাস লুটায়ে রয়
খালি পায়ে পা ফেলে
এক তারাটা ঊর্ধ্বে তুলে
সুরে মূর্ছনায় যাই চলে
একতারা আর বাউল গান
পল্লী কথার জয়গান
বাউল আছে সুতো আছে
হারিয়ে গেছে একতারাটি
তবুও আমার একতারাটি
আমার গিরিমাটি


*****
গিরিমাটি-ললাট তিলকের জন্য ব্যবহৃত মাটি