বিড়াম্বনা
////////////////
জাগতিক ঝঞ্জা ঐশ্বর্যের সুখে,
কিছু লোককথা বইছে মুখে মুখে
অনাদরে অবহেলায়
যে হয়েছে পতিত
অদ্যপান্ত্য বৈষয়িক খেলায়
ভুলছে আপন অতীত
দিনেরাতে ষড় ভুজের বাহুতে
এসেছে পরিবর্তন
বিকৃত করে কালের সাথে
বিক্রীত হয়ে করছে বিবর্তন


নর-নারী আপন আপন
সৃষ্টি কলায় ভুলেছে আপন পর
মাদল দোলায় বিষের বিনে
সাজিয়ে হিয়া ভুলছে নিজের ঘর
পাশা খেলায় অঙ্ক মেলায়
নয়ন যুগল মুদে
হার জিতের উন্মাদনায় আগাগোড়া
মিলিয়ে নিচ্ছে আসল-সুদে
পাহাড় প্রমান রক্ত চাপে
ভাঙছে মনের বাঁধন
লোকচক্ষুর অন্তরালে
মিছেই চলছে কাঁদন


জীবনযুদ্ধে বাঁচার লড়াই
মরন বাঁচন কথা
ভেশ বদলের লীলা খেলায়
জড়িয়ে আছে কাছের মানুষ
প্রানের সখি ও সখা
অষ্ট ধাতুর মূর্তি সবাই
পিষছে কষে শাসন যন্ত্রের কলে।
মরীচিকায় দাঁড়িয়ে সবাই
সকাল সন্ধ্যে প্রণাম করে
হরিহরি বলে।
বিড়াম্বনা ভরে আছে
জীবন নদীর পাতায় পাতায়,
খর জলে ভরে গেছে
ফারাক এখন কোথায়?
মাঠে হাটে শহর গ্রামে খালবিল
নদী নালায় সাগর তীরে সবই একই চিত্র।
ভাবের মেলায় লীলা খেলায়
কেউ নেই আজ খুব বিশ্বস্ত মিত্র।