চেয়ে রয় যদি দেখা হয়
******************
চোখে চোখ রেখে দেখো টানটান
তুমি বুঝে নেবে কি আমার বিরহের অশ্রুবাণ
তাতে সিক্ত হবে কি মোর মনভূমি
তাই যদি হয় ভাগ্যবান ভাগ্যবতী কে
তুমি না আমি


উত্তর আজও গোলক ধাঁধায়
তাই তো সে আজও কাঁদায়
বুঝলো না সে কি আছে হৃদ পাতায় পাতায়
সে তো কোনো দিনও দেখলো না
কি লেখা চোখের তারায়।


শুধু  বিরহের অশ্রু জল ঝরে গেল অজান্তে
মৌনমনে স্মৃতি চারণ একান্তে
আর পাঁজরের হাড়ে মজ্জায় ও শিরে
সে যে আজও আছে ডান বাম অলিন্দ ঘিরে।
আজও অবুঝ অবোধ মন চেয়ে রয়
যদি একবার ,একবার দেখা হয়