চলছে চলবে?
///////////////
আমাদের সমাজে
ঘুষ খাওয়া কখনই অপরাধ নয়
চুমু খাওয়া সমাজ গার্হিত
চুমু খেলে মারাত্মক অপরাধ হয়
ঘুষ খেলে গাড়ি বাড়ি বাগান বাড়ি
আরো  কত কি হয়
তাই ঘুষ খাওয়া গর্বের বিষয়
ঘুষ নিলে গর্ব বোধ হয়


প্রকাশ্যে চুমু খেলে হয় মাথা নত
লজ্জা পেতে হয়।
ঘুষ খেলে লোকে বলে আয় বুকে আয়
চুমু খেলে লোকে বলে
হায় হায় সমাজে মুখ দেখানো বড় দায়।
ঘুষ খাওয়া সম্মানের সাথে জনে জনে স্বীকৃত
ঘুষ না খেলে তুমি
মানসিক বিকার গ্রস্থ চেতনা তোমার বিকৃত।
ঘুষ খেয়ে চারিদিকে পাচ্ছে সবাই
বুদ্ধিজীবীদের বাহবা আর পুরস্কার।
ঘুষ যদি না খেয়েছো সমাজে অচ্ছুৎ
জুটছে তিরস্কার আর তিরষ্কার।


ঘুষের ধুঁয়ার বাড়ছে গতি
অলি থেকে গলি
চারিদিকে দিচ্ছে সবাই
জয়ধ্বনি আর হাততালি।
দূরে অদূরে দাঁড়িয়ে যারা
দোনো মনায় ভাবছো
চড়বো কি চড়বো না
শুধু সময় নষ্ট করছো


এই রথে নেই কোনো ঠাসাঠাসি ধাক্কাধাক্কি
ভাবছো সিট পাব কি পাবো না
কি ভরসায় উঠি?
উঠেই একবার দেখো তুমি
পাবে যাদুছড়ি আর জিয়নকাঠি।
আদর করে মাথায় তুলে রাখবে সিংহাসনে
সফর হবে মহা সুখের।
থাকবে তুমি সামাজের উচ্চাসনে।