দাগ আর দরদাম


আঁচড়  কেটে ছিঁড়ে খুবলে
খেয়ে গেল কিছু মাংস লোভী।
কেউ বললো ওদের প্রতি মানবিক হতে
কেউ বললো ফিরিয়ে আনতে হবে মুলস্রোতে
কেউ বললো ব্যাপারটা জানাতে হবে আদালতে।
সমস্ত বুদ্ধিজীবী এখন চটি চাটা পা-পোশ
গায়ের লোম গুলো
সজারু কাঁটার মতো খাড়া হয়ে যায়
শিউরে ওঠে মন বিবেক
তাতেও কিছু জনের ভ্রু কুঁচকয় না।
আর ওরা
সুখ আর প্রাপ্তির শিখর চূড়ায়
র্শীর্ষাসনে করছে গগন বিদারী অট্টহাস্য ।
কিছু আছে আদেশের অপেক্ষায়
বিচলিত তাদের নিত্য কর্ম
বিচলিত তাদের মন
সংকেত এলেই করবে
বিজয়ীর জয়গানে সুস্বাগতম


শুধু গর্জে উঠলো আশীতিপর একজন
অস্থি মজ্জায় আর ফুসফুসে
যার বায়ু ধারনের ক্ষমতা কম।
ধেয়ে এলো কিছু বাক্যবাণ
প্রদীপ নেভার আগে
দপ করে জ্বলে ওঠে ক্ষণকাল


অনেক পরে এলো কিছু
খাঁকি ধারী নেতাদের পদলেহনকারি
সবাই মুখ নিচু করে নিশ্চুপ
যেন সামনে দাঁড়িয়ে কান্ডারি।
হাড় ঝিরঝিরে একছেলে
বুকচিতিয়ে বলে
লো এসে গেছে শকুন
খেয়েছে নেতার ছেলে
মোটা টাকা পাবি
ঠিকঠাক দরদাম করে নিলে।


তারপর........
কিছু সারমেয় জুড়ে দিলো শোরগোল।