দাঁড়াও দেখছি(অষ্টম পর্ব)
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।


কর্কশ স্বরে এক ডাক্তার কয় বাক্যবলে,
কোথাকার এই আদিবাসী,
দেখে তো মনে হয় ছিল কোন জঙ্গলে।
কোথা হতে আসিয়াছ তুমি,
কোথা তব জন্মভূমি।


আনিয়াছ কি কোনো নেতা,
মন্ত্রীর,সুপারিশ পত্র।
নইলে পড়ে রবে গাছের তলে দিবানিশি,
হবেনা ভর্তি পাবেনা ওষুধ পত্র।


কাতর স্বরে মধু কহিলেন,
প্রভু তুমি ভগবানের রূপ
দেবতার দূত।
ও সব কিছু নাহি মোর,
নাহি আছে কপাল জোর।
ওষুধ দাও মোরে না হলে
প্রাণ যাবে বেঘোরে,
পিছনে দাঁড়িয়ে যমদূত।


সময় দাও কি করা যায় ভাবছি
দাঁড়াও দেখছি।


ক্রমশ........