দাঁড়াও দেখছি(পঞ্চম পর্ব)
/////////////////////////////////
ঠাকুর বাড়ির পানে তাকিয়ে রয়
এই প্রথম বার মধুর
মনে জায়গা পেল ভয়।
দীর্ঘশ্বাস ফেলে বলে
প্রভু একি তোমার বিচার?
অসহায় যারা,তোমার উপর
কত বিশ্বাস রাখে তারা।
কি করে করবে প্রতিবাদ?
কেমন করে হবে বিচার?
কবে আমি পাবো সুবিচার।


কাটিয়া গেল দিন পনেরো,
কোনো বিচার নাই,
বিষয় জটিল হলো আরো।
চল্লিশ ক্রোশ হাঁটিয়া হাঁটিয়া
কাঁদিয়া পড়িল জেলা
শাসকের পায়ে ধরিয়া।
কহিল সব দুঃখের কথা
প্রাণ খুলিয়া।
আরো কাহিল,বাবু অনেক
আবেদন নিবেদন করি,
উঁচু থেকে নিচু চাপরাসি,
থেকে কেরানি,
সবার পায়ে ধরি আসিয়াছি
আপনার কাছে।
ফিরিয়া দিবেন না মোরে
পাবো সুবিচার এই আশে।


কহিলেন আধিকারী,
কিবা তব নাম?
ঘর কোথায় ?
কিবা তব গ্রাম?
বলো গ্রাম প্রধানের নাম।
গদগদ স্বরে মধু কহিল তাঁহারে,
ভাবিল এইবার সুবিচার
লইয়া ফিরিব ঘরে।


ক্রমশ...........