দাঁড়াও দেখছি(সপ্তম পর্ব)
/////////////////////////////////


ছুটিয়া ছুটিয়া জমা পুঁজি,
জমানো দানা হইলো নিঃশেষ,
ছাড়িল হাল,ছাড়িল আশ।
দেখিতে দেখিতে কাটিল
আরো এক মাস
এক দিন উঠিল তার নাভিশ্বাস।


দৌড় ঝাঁপ ছুটা ছুটি করিয়া সকলে-
লইয়া আসিল তারে হাসপাতালে।
রুগ্ণ রোগীর লাইন রাশি রাশি
কেউ পড়ে আছে গাছের তলে
কেউ বা মেঝেতে পড়ে।
তাদেরই কেউ কেউ প্রিয়জন
অশ্রুজলে যেতেছে ভাসি।


অনেক ধরাবাঁধা করি কহিলেন
ডাক্তার বাবুরে,
শরীর হচ্ছে খারাপ শ্বাস
চলছে ধিকধিক করে।
ডাক্তার কহিলেন তুলিয়া চোখ রোষে,
দেখছেন না কত রোগী পড়ে আছে চারিপাশে।
দেখছেন তো কত ব্যস্ততার মধ্যে আছি,
দাঁড়াও দেখছি।


ক্রমশ....................