ধরাভূমি আজ
/////////////////////
গরিব আজ অস্পৃশ্য!
ভূলুণ্ঠিত গরিবের অধিকার
গরিবের বিবেক মান।
ধনরাশি সম্পদের পাল্লায়
করা হয় মনুষ্যত্বের পরিমাপ।
পুড়ে গেছে মনুষ্যত্বের মানবিক মুখ!
সংক্রামক ব্যাধির মতো ছড়িয়েছে পোড়ানোর অসুখ।
নিজেকে জাহির করার খেলায়
সবাই রুইতনের টেক্কা।
কেউ করে না কাউকে রেয়াত,
আর ছোট বড় সম্ভ্রমের তোয়াক্কা।


বিষম স্রোতে নির্দ্বিধায় দিচ্ছে ডুব
পুড়ে যায় যাক মুখ!
তাতেই পাচ্ছে সবাই মোক্ষ প্রাপ্তির সুখ।
তারা বলে-
হনুমানের আছে মুখ পোড়া
তাও সে পায় প্রণাম,
লাজ যায় যাক না-
দূর ছাই করে লোকে !
মুখে থুতু দেয় দিক না!
বুঝেছে সবাই এই সমাজে
মান সম্মানের নেই কোনো দাম।


নব কলেবরে বাড়-বাড়ন্ত ভদ্র বাবুদলের
এগিয়ে তারা মাথা উঁচুকরে।
আর বাকি যারা সম্মানের বোঝা কাঁধে ধরা
তারা বাঁচে মাথা নিচু করে।
সমাজ-বিচার,সমাজপতি!!
বুক ফুলিয়ে চওড়া করে বর্বরতার ছাতি।
বর্বরদের মাথায় হাত রেখে করে মাতামাতি।
খেলছে নিরন্তর চাতুরীর খেলা!!
বোকার হাসি হেসে সম্ভ্রমের ফাঁদে ফেঁসে
বিবেকের বোঝা কাঁধে রেখে
চলছে কিছু মানুষ একেলা।


মান সম্মানের জালে
আত্মশ্লাঘায় জ্বলে জ্বলে
সম্মানের দাবানলে
জ্বলে পুড়ে যারা গেল লোক চক্ষুর অন্তরালে।
তাদের কে কেবা চিনে?
কেবা নেয় নত মস্তকে তাদের নাম।
খ্যাতির মহাকাব্যে জুটেছে তাদের
বেশরম ছোটলোক  অভদ্র বেমানান কলঙ্ক আর বদনাম।
অনুপোযুক্ত বসবাসের অযোগ্য এই ধরাভূমে তারা।
ইতিহাসের পাতায় পাতায়  
স্বর্ণাক্ষরে লেখা রইবে তাদের নাম।
ইতর ,বর্বর,বজ্জাত,জোচ্চোর
পোশাকি ভদ্রভেশী ,চামার যারা!!