ধর্ম চাকা
///////////////


অহংকারের অস্ত্রে শান দিয়েছো তুমি
লালসার স্রোতে লালিত
পালিত সব কিছু তোমার,
তপ্ত গর্বের ভূমি,মনভূমি।
কর্ণকুহরে বেড়েছে আচ্ছাদন
শব্দ পসিল না তাতে।
তোমার কাছে ধরাভূমি ছোট লাগে এখন ,
অহংকারের যাদু ছড়ি যে তোমার হাতে।


অন্ধ তুমি,অহঃরহঃ রচিছ
যে দম্ভে প্রাসাদ ভূমি,
শম্বুক গতিতে অভিমুখ রসাতলে তোমার।
শুনিবে কি তুমি?
বুঝিবে কি আজ?
মাটি শূন্য তোমার বিচরণভূমি।
যে তীর্থক্ষেত্র মাথা তুলে
চারিধারে করছে অহং বিচ্ছুরণ।
অচিরেই মুছে যাবে লীলাভূমি
হবে না তোমার অভিষ্ঠ পূরণ।


হাঁড়ি মুচি,মেথর,
শূদ্র কিংবা বৈশ্য
কদাচিৎ কখনোও  যারা
তুলে ছিলো প্রতিবাদে মাথা।
আসবে তাদেরও সময়
একদিন তারও পাবে সিংহাসন
সময়ের টানে ঘুরে যাবে ধর্মের চাকা।