ধূসর মেঘমালা
////////////////////
অগোছালো ঢেউ গুলো ভীষণ গুছানো,
সৈকতের বালুতটে আছড়ে পড়ার
মধ্যেও একটা শিল্প আছে।
বেপরোয়া অশান্ত ঢেউগুলো ভীষণ শান্ত।
যতদূর চোখ যায় ঢেউ হীন নীরব তরঙ্গ চোখে আসে।
দুরে যেখানে মেঘ আর সবুজ নীল জল মিশে গেছে
ঠিক সেই খানে-
দূর দেশি জাহাজ,
অলস ভাবে মিশে গেল ধূসর মেঘ মেলায়।
কিছু নাবিকের হয়তো বা ফেরার ত্বরা আছে।
হয়তো কেউ আছে অপেক্ষায়


কিন্তু আমার ....
ফেরার তাড়া নেই
অপেক্ষার শেষ নেই
অশান্ত চোখের পাতায় ঘুম নেই
জানো রুবি
ওই ভাশী ব্রিজের তলায় যে দিন তোমার লাশ পেলাম
ঠিক তার পরদিন থেকে
প্রতিদিন নজর রাখি
প্রতিদিন শান্ত.......
দু বছর হয়ে গেল....
শুধু তুমি নেই
আর আমি
নিজেই জানি না, আমি আছি না নেই।