ধূসর পালক
//////////////////


উত্তাল বাতাসটা পাক খেয়ে
চোখের সামনে দিয়ে বয়ে গেল।
পিছনে পিছনে এলো এক পশলা ধুলো বৃষ্টি।
চোখে মুখে নাকে দিয়ে গেল আদর মাখা স্পর্শ।
না বুঝিয়ে গেল ওর অতি পরাক্রম?
কে জানে কি ছিল বার্তা!


কিছু সময় পরে চোখ তুলে দেখি
একটা সতেজ সুন্দর মনলোভা পালক
পড়ে রয়েছে সন্মুখে।
সাদা আর ধুরস রঙের অপূর্ব
নয়নাভিরাম রঙ।
আগে কখনও দেখিনি-
কোথা থেকে এলো ? প্রশ্ন দানা বাঁধে মনে


আবার ফিরেএলো সেই উত্তাল পাক বাতাসের ঝড়,
নিমেষেই হারিয়ে গেল মনলোভা নয়নাভিরাম পালক।
এবারে আর ধুলো নয়
সাথে এলো দমবন্ধ করা
পচা গলিত দুর্গন্ধ।,
একটু আর একটু, আরও একটু এগিয়ে গেলাম
বিচলিত মনে
চোখ দুটো লাটাইয়ের মতো ঘুরিয়ে দেখি,
মাটির সাথে আধা মিশে যাওয়া
সেই পাখিটা।
যার গায়ে এখনো জড়িয়ে আছে
মনলোভা নয়নভিরাম পালক।


দু বিন্দু জল বয়ে এলো দুই গাল বেয়ে
কিন্ত মাটি পর্য্যন্ত গেল না।