এক বৈশাখে
***********
চতুর সময় চলে যায় ধিকি ধিকি বয়ে
জটিল মস্তিষ্কে হিসেবের যোগ বিয়োগ
আছে শুধু ছেয়ে
চেনা মুখ অচেনা সময়ের পাতায়
কিছু কথা কিছু বেদনা হেঁটে চলে
বুকে আর রক্ত জালিকায়।


সময়ের ঢেউয়ে মনে বেঁধেছিল
কিছু অনুরাগের ঘর
রিখটারে ধরার আগেই
প্রশ্নের মুখে কে বা আপন কে বা পর


চেনা সেই মুখ ভেসে যায়
দাবদাহের তপ্ত লু য়ে
আবেগের স্রোতে আজও
নড়ে চড়ে বসে বুকে
যায় নি সে ধুয়ে।


এক বৈশাখে বিষণ্ন বেলায়
দিয়েছিলাম  মন
আর এক বৈশাখে সর্বহারা
মরুভূমি জীবন।