একই সুতোয় গাঁথা
***********
গড়গড়িয়ে চলছে চাকা উন্নয়নের
কাঁচা পাকা মেঠো পথে
সকাল দুপুর দিনে রাতে
ছুটছে জীবন উন্নয়নের রথে
প্রচার সবার মুখে মুখে জনে জনে
মুখ ঢেকে যায় উন্নয়নের বিজ্ঞাপনে  ।
গাছের ডালে,পথের বাঁকে
মাইক লাগিয়ে বলছে হেঁকে
উন্নয়নে শহর নগর যাচ্ছে ঢেকে।

বলছে না কেউ
নেতা মন্ত্রী খাচ্ছে লুটে  দিনরাত
ঘরে বাইরে চোখ ধাঁধানো টাকার পাহাড়
পড়লে ধরা নেতার বাড়ে বুকের ব্যথা
এটাই তো গণলিখিত চিরাচরিত প্রথা
চাই দামি দামি হাসপাতাল আর নামজাদা ডাক্তার
গোবেচারা জনতা তবুও বলে এমনি নেতা দরকার।
সাবজান্তা গামছাওয়ালা জনতা
আজ পোড়া তুবড়ির মাথা
নেতা মন্ত্রী আর ঘোটলার চিত্রনাট্য
যুগে যুগে একই সুতোয় গাঁথা
কারণ গল্পটা বেআব্রু উন্নয়নের কথা।