যে মন কাঁদে নিভৃতে গোলাপ পানে চেয়ে
ঝরে পড়া পাঁপড়ির শব্দ অলিন্দে যায় বয়ে।
তবু মন খুঁজে তারে জং ধরা স্মৃতির ভাঁজে ভাঁজে
মনে বাসা বেঁধে ছিলো কোন এক কালে।
তারই কিছু কথা কিছু ভাষা
ভুলে থাকা প্রত্যাশা
দানা বেঁধে আছে অপেক্ষা আর অন্বেষা
নীল আকাশের সাথে যেথা
মিশে গেল শেষ রং
রং নেই রং নেই
তবু মন পড়ে রয় সেখানেই।