একটি তারার জন্য
***********
কতদিন রাতের আকাশে
চোখ মেলে দেখিনি
বড় নির্মল বড় প্রশান্তির
এই মায়াবী যামিনী
পরতে পরতে ছড়িয়ে আছে
কত স্বপ্নের হাজারো জাল
টানাপোড়নের খেলায়
কেটে যায় জীবনকাল
দম বন্ধ হওয়া শহরে
গগন চুম্বী ইমারত হা করে
রাবণের অহংকারের মতো
স্বদর্পে দাঁড়িয়ে সারিসারি কতো
রাতের জলদকেও ভেদ করে অবলিলায়
অলস স্থূলতকায় বাদল মালা
উঁকি দিয়ে কান পেতে শুনে যায়
গগন চুম্বী ইমারতের অধিবাসীর বাসি পরকীয়া।


এক দিন রাতে
মুখ তুলে দেখি
মায়াবী আলোছায়া আকাশে
এক তারা গেল খসে
খসে যাওয়া তারার
মাটিতে ঠাঁই হলো কিনা জানি না
তবে,
গগনচুম্বী  ইমারত হতে
এক অষ্টাদশী তারা
ঝরে গেল রোষে
মাটিতে ঠাঁই পেলো শেষে।


তারা আছে মেঘ আছে
আছে বাসি পরকীয়া গগনচুম্বী ইমারতে
শুধু আমি ভয় পাই
মায়াবী আকাশের আলোছায়া রাতে।