একটু আলো দাও
****************
একটু কেউ আলো দাও,
চারিদিকে অন্ধকার,
দিন রাত সবই এক
আলো নেই একটু আলোর দরকার।
মাথার উপরে আজ ছাদ নেই,
পা রাখার মাটিও
আবর্জনায় ঢাকা।
প্রয়োজনীয় বাতাসটাও
আজ বিষাক্ত,
অবলীলায় শরীরে করছে আনাগনা।


ধীরে ধীরে আবর্জনার স্তূপে
ভরে যাচ্ছে বসত বাটি,
উঠোন মাঝে শাখা জাঁকিয়ে
বসছে নরকীট চমকদার ! পরিপাটি!
প্রজন্ম গোলক ধাঁধায়
ঘূর্ণাবর্তের আচ্ছাদনে আবৃত।
খোলা আকাশে দুর্যোগের
কালো মেঘ ক্রমশ হচ্ছে ঘনীভূত।
লাভ ক্ষতি অংশীদারীর খেলায়,
বিবেকের হচ্ছে ব্যাবচ্ছেদ।
রিপুয় ভরা অবয়বটা দাঁড়িয়ে আছে,
বাকি সবই  হচ্ছে শেষ।
জলের স্রোতের মত সময় তালে
কিছু মোসাহবের কাটছে বেশ।


আগেপিছে ভাবনা মিছে
বলছে আজ গৃহহারা,
খোলা আকাশ ঘাসের চাদর
তারা গুনে বাঁচছে তারা।
দিন কালো রাত কালো
নীল আকাশ টাও হচ্ছে কালো
তবুও আশায় আছি
একদিন সত্যি আসবে আলো ।