একটু আবেগ চাই
।।।।।।।।।।।।।।।।।।।।।
নির্লিপ্ত চোখে আকাশ পানে তাকিয়ে,
অশান্ত মনের ভেতরে চলছে
কাল বৈশাখীর ঘূর্ণিঝড়।
আনত মুখে অস্ফুটে চাইলাম আকাশের কাছে।
আমায় একটু আবেগ দিতে পারো।
কর্কশ হেসে,রূঢ় মুখে ,রক্ত চক্ষে বললো,
আবেগ সেটা আবার কি?
সে তো কবেই উড়ে গেছে
তোমাদের জটিল জটাবন্ধন ব্যবস্থার ঘূর্ণি পাকে।


হাসিটা, শব্দ বাড়িয়ে বিকট ভাবে
কানে এসে বললো
আবেগ নয়!
নেবে কিছু কালো,নিকষ কালো
ঘূর্ণি পাকের মেঘ।
নেবে কিছু ধুলোবালি মাখা মরুঝড়।
আরোও বললো
আমি আবেগ দিই না
আবেগ চাই না।
আবেগের কথা,আবেগের ভাষা বুঝি না।
আমার কাছে শুধু কঠিন বাস্তব
রূঢ় ,ভয়ঙ্কর বাস্তব,
আর-
ইট কাঠ পাথরের ধ্বংসাবশেষ।
আমার কাছে পেলেও পেতে পারো
ধিকিধিকি চলা প্রাণের অংশাবশেষ।


আমি কারোর জন্য অপেক্ষা করিনা,
আমি কারোর জন্য অশ্রু ঢালিনা।
আমার নেই কোনো -
আত্মার আত্মীয়তা
আমার নেই  বিবেক ,নেই কোনো আবেগ
সময়ের স্রোতে
চোখে পোড়বে শুধু প্রকার ভেদ।
আমার চোখে সবই, সবাই ঝরাপাতা।
আমার কাছে শুধু খবর মহাকালের ,
ঘূর্ণির আর বিনাশ কুণ্ডলীর।
আমি আয়না আজ,কাল ,আগামীর