একটু রং দাও
////////////////////


এখন রঙের বড়ই অভাব
আকাশের বুকেও রং নেই
যে রঙে মন হতো রাঙা
যে রঙের আভায় স্বপ্ন হতো রঙ্গিন
কোথাও সেই রং নেই,
এ সময় বড় কঠিন -
রং হীন জীবন আরো বড় কঠিন।


সবাই বুঝেছে আজ রঙের কদর,
সবার চোখে মুখে একই কথা,
দেহ মন বুকে জায়গা করেছে শুধু
রং হীন ব্যথা।
একটু রং দাও একটু রং চাই
ভাবছে সবাই
এই রং হীন জীবন কি করে কাটাই।


ঋতুর আবর্তনে
কারনে অকারণে
ঝরে পড়ত উড়ে আসতো
কত রং -
এই আলোক রঙ্গ মঞ্চে।
এখনও সবই আছে
আকশ বাতাস মাটি বনানী,
আছে তত্ত্ব জ্ঞানী আছে অনুসন্ধানী
আছে শশী আছে যামিনী
আছে কাঞ্চন কামিনী
সবই আছে,যা চাই সব
আছে মঞ্চের কলা কুশলী
আছে নাটকের কুশীলব
শুধু আজ রং নেই
রং হীন জীবন বইছে সব।


নিস্পলক নয়নে,
সবাই মুখিয়ে আজ আকাশ পানে।
কখনো যদি রং আসে কালের স্রোতে
উজান ভাটির টানে।