এভাবেই ইতি
----------------
আলাপ উঠলো জমে
পূর্বরাগে ঘনীভূত হলো মনের আবেগ
প্রেম আর মনের আলোড়ন পেল উল্কাবেগ
ঘর বাঁধার স্বপ্নে দুজনার মন একত্রিত শেষমেশ
মেনে নিল না ঘরে এর পরে চিরাচরিত  ক্লাইম্যাক্স
উঁচু নিচু ভেদাভেদ মাথা তুলে ধরে।
প্রেমে অন্ধ দুজানায়
কে কি ভাবে পরোয়া কারিনা
ঝাঁপ দিয়ে মরবো দুজনে
সব শেষে সিদ্ধান্ত
মহাসুখে মহামিলন সব কিছুর অন্ত।


একসাথে মরবো দুজনে
তোমার জন্মদিনে
দিনটা ছিলো বুধরার
ছ তলার ছাদে বিরহে একসার।
অনেক সোহাগে ভরিয়ে দিয়ে মন
দিলে অনুমতি
সবার আগে আমি ঝাঁপ দেবো
করব জয় হবে অশান্তির ইতি।
শেষ বার ভাবলাম তোমার
জ্যোৎস্না ভরা চন্দ্রিমা সম মুখ
আগে আমি মাটিতে যাবো মিশে
তার পরে তুমি
মিলনের সুখে ধরা দেবে এসে।
শেষ বারের মতো মহাসুখে
ছুঁইবো মাটি
পলি -আমাদের প্রেম সোনার থেকে খাঁটি।


ভাবছি আর ভাবছি
আচমকা তুমি দিলে ঠেলে
আর  দৌড়ে পালিয়ে গেলে
এক বার জোরে ডাকলাম
এ কি  করলে পলি
কথা ছিল মরবো একসাথে
এভাবেই ইতি সব শেষে।