এক্সজিকিউটিভ কথা (১ম)
/////////////////////////////////


আমি বারবার ভাবি জিজ্ঞেস করি
অবাক পৃথীবির -
আদব কায়দা ধারী তথা কথিত গুণীজনদের!
কি আছে অহংকার করার মতো!
আন্তঃসার শূন্য এই পৃথিবীর বুকে?
রক্ত মাংস আর রসে ভরা মানব দেহের সুখে?
আমি বারবার জিজ্ঞেস করি
কি আছে নিজেকে নিয়ে জাহির করার মতো?
যা করেছো যা করবে
সবই নিয়েছো এই পৃথিবীর থেকে।
যখন জন্মে ছিলে তোমার সঙ্গে কিছু ছিল না তো।
তবে তোমার অহংকারের কারণ কিসের এতো?


অহংকারের মাথায় পা রেখে বলে
তুই কি বুঝবি রে অবোধ?
মাথায় আছে-
পিঠে-পিছে আছে-
দেশি বিদেশি নানা ডিগ্রির পারদর্শিতা
আর বিচার বোধ!
এবার বুঝলি অবোধ?
আমরা এম -এন- সি কোম্পানির এক্সজিকিউটিভ,
এসিস্ট্যান্ট ম্যানেজার,
জেনারেল ম্যানেজার
ভাইস প্রেসিডেন্ট,প্রেসিডেন্ট
আর কিছু জানতে চাস কারণ?


আমি বলি
তুমি ভেবে দেখো ওই কোম্পানির
বাইরে ভেতরে কতজন ছুঁয়ে তোমার চরণ?
তোমাদের জাত চলে যায় নিচু তলার
লোকের সাথে কথা বলতে!
দূরত্ব রেখে কথা বলো রাখো  ভেদাভেদ।
প্রয়োজনে দুহাত জড়ো করে
বাবা বাছা বলে কাজ কারও
তখন মাথায় থাকে না উঁচু নিচু ভেদ।