গল্প বুঝবে কবে


**********


মেরুদন্ড হীন সমাজের বুকে
এখনও কিছু সজ্জন আছে টিকে
যারা পণ করেছে রাজ্যটাকে
শেষ করবে লুটেপুটে
মনুষ্যত্ব হীন দুর্গের প্রহরী তারা
লুটের রাজ্যে বেতাজবাদশা
জনতা দিশেহারা
দশকের পর দশক ধরে
ভূমি করেছে শক্ত
সমাজের রন্ধ্রে রন্ধ্রে
গলি থেকে রাজ পথ
এদের সাম্রাজ্য বিস্তৃত
ভুলেছে এরা ভুলাচ্ছেও এরা
প্ৰপিতামহের ইতিহাস
তাইতো এরা পিছপা হয়না
দশ আর দেশের করতে সর্বনাশ।
ভাষা এদের অতীব সহজ  সরল
নিঃশব্দে ছত্রে ছত্রে ছড়িয়ে দিচ্ছে মিষ্টি গরল
আমজনতা দিচ্ছে ফুঁ
সেই গরল বীনে
নীলকন্ঠ হওয়ার
স্বপ্নে বিভোর জেনে শুনে
সকাল বিকেল দিনে রাতে
মন ভোলানো গল্প শুধু সবুজ ঘাসের
সর্বনাশ সর্বনাশ আর সর্বনাশ
লুকিয়ে আছে বাঁচো বাঁচাও গল্পের পিছে