গন্তব্যের রাস্তাটা ঠিক কোন দিকে
oooooo oooooo oooooo oooooo


গন্তব্যের রাস্তাটা ঠিক কোন দিকে
আলোর দিশায়
না কুপাক অন্ধকারের আঙিনায়
চলতে চলতে উদ্দাম গতিতে
খানিকটা ভাঁটা পড়েছে
সাত কাহন কাহিনীর গতি প্রকৃতিও উল্টো মুখে।


দরদী ভাষণের বদলেছে ভাষা
চিন্ময়ী চৈতন্য রুপার বদলেছে
অঙ্গ ভূষন-সাজ সজ্জা
অনন্ত-অন্তহীন দিশা আজ কোন পথে
উত্তীর্ণ হবে ঊষার আলোয়?


রঙ্গিন মাছরাঙা
সে ও আজ মিশে যেতে উৎসুক
ধবল বলাকার  দলে
প্রতীক্ষার দলে পানকৌড়ি
কাক ও দাঁড়িয়ে রাহা দেখে
অবলা মন দৌড়ে চলে
গন্তব্যের রাস্তা টা ঠিক কোন দিকে