হিসেব হবে
////////////


কেউ করছে শাসন শোষন
গলা উঁচিয়ে বলছে খেলা হবে
কেউ কোরবে শাসন শোষন
সেই আশাতেই মুষ্ঠী ছুঁড়ে বলছে হিসেব হবে।
আমজনতা গোপাল ভাঁড়
ভাণ্ডারে হাত রেখে নাড়ছে ঘাড়।
বুদ্ধিজীবি হয়ে সবাই
ঘর দুয়ারে দিয়েছে খিল
পঙ্গু প্রজন্ম আজ পেটে মারছে কিল।


উন্নয়নের ধারা আজ উচ্চৈঃশ্রবা টানে
বাকি সবাই চোখ মুদে ডুবে আছে ধ্যানে।
কিছু দিলো আশ্বাসে বিশ্বাসে ভরসা আস্থায়
কিছু দিলো বোমা গুঁজে পাড়ায় পাড়ায়।
ফাটছে বোমা পুড়ছে ঘর জ্বলছে জীবন জ্যোতি
কেউবা আছে বেজায় সুখে দিয়ে উন্নতির বিবৃতি।
শতশত গেনেশ কাকা
পান্তা ভাতের ঢেকুর তুলে
বেজায় খুশি পাঁচশ টাকা পেয়ে
বলে -
খুব হোচ্ছে উন্নয়ন
ছানাবড়া চোখ করে
ইউ টিউবে মুখ গুঁজে
ললনাদের নাচ দেখলাম অনেকক্ষণ।


বোদ্ধারা কোমরে গামছা বেঁধে
দুলকি চালে ক্যাট ওয়াক করে
পাড়া শুদ্ধ জাগিয়ে বলে
উত্তর পাড়া বলছে হিসেব হবে
বলো সবাই একযোগে
এখন চলছে খেলা
খেলা হবে।


চোখে ছানি পড়া
আবছা দেখে রহিম চাচা
বয়সের ভারে তেমুড়া
অনেক কষ্টে শ্বাস নিয়ে বলে
হা রে  রবি ,
সতীশ যে মরলো বোমায়
তার হিসেব কবে হবে?
অবোধ জনতা মাকুর মতো
খেলা হবে -হিসেব হবে
এই ফাঁসি কাষ্ঠে বারবার মাথা দেবে??


রবি আজ অস্তাচলে
হিসেব বোধহয় হবে
আশায় থাকো ভাবী ঊষাকালের।