ইজ্জত চাই বাবুমশাই
////////////////////////
অনাদি কাল ধরে
বাবুদের ভারে
আছি নীচু জাত হয়ে।
বদলেছে সময়
বদলেছে হাবভাব
চাই না আর বাবুদের
দূর ছাই হাঁকডাক
আমরাও দাঁড়াতে চাই
প্রথম সারিতে
যেথা বাবুরা থাকে সম্মানের সাথে
শুধু ভাষণ আর ভাষণ
নানা যোজনার দ্বারোদ্ঘাটন
ভাগ্য জোটেনি ছিঁটে ফোঁটার অংশ
আজও হয়ে রয়ে গেছি
নীচু জাতের বংশ।


এখন আমরাও চাই
তোমাদের সাথে তোমাদের পাশে
বসিবার ওই আসন
যেমন তোমাদের হয় আদর কদর
আর বাবু বলে সম্ভাষণ।
বাধ্য কোরোনা আর
তুলে নিতে প্রতিবাদের অস্ত্র
হয়ে সমর সজ্জায় সসস্ত্র।
আর নয় পিছনে
জায়গা দাও সামনের আসনে
দাবি এই ছোট জাতের একটাই
ইজ্জত চাই বাবুমশাই।


ইজ্জত-সম্মান/মর্য্যাদা