জননেতা ও দরদী কথা (3য়)
//////////////////////////////
এক যুবক এগিয়ে এসে বলে
আপনার নামে ফৌজদারী,
হত্যা,চুরি ডাকাতি,শ্লীলতাহানি
আরো কত মামলা আছে শ দুয়েক।
নেতা কাছে এসে কয়
যুবা ভাই আপনার ধারণা ঠিক নয়!
মামলা এখনও চলছে আদালতে
অনেক দেরি ফয়সলা হতে।
যতদিন না আদালতে হচ্ছে প্রমাণ আমি পাপী
মনে রাখুন আপনারা সবাই
তত দিন আমি নির্দোষে দোষী।


এ রকম আরো অনেকের মনে আছে সংশয়
কেউ পাবেন না ভয়
আমার পার্টি ক্ষমতায় এলে
সব কিছু মুকুব হয়ে যাবে,
কেটে যাবে আমজনতার মনে আছে
যত ভয় আছে যত সংশয়।


তাইতো বারেবারে আপনাদের
করছি অনুরোধ ।
আপনাদের মূল্যবান ভোটটি আমায় দিন
আমি নিজেকে নির্দোষ প্রমান করার পাই সুযোগ।
শুনুন আপামর জনতা আবলবৃদ্ধবনিতা এত সময় করলাম অনেক আবেদন নিবেদন।
পূর্বজরা বলে গেছেন
ঘি সোজা আঙুলে না বেরুলে আঙ্গুল বাঁকা করতে হয়।
আমি বলছি না,
ঘি সোজা আঙুলে না বেরুলে
পুরো বোতল গরম করতে হয়।


ভালোয় ভালোয় আমাকে ভোটদিন
সমস্যা মিটানোর নেই কোন সাধু স্বচ্ছ অনুশাসন নীতি
তাইতো আমরা যুগে যুগে আছি,
সমস্যা তৈরি করি সমস্যায় ডুবিয়ে রাখি
তাই এর নাম রাজনীতি।
সবাইকে সব কিছু বোঝার দরকার নেই।
আগামীকাল আসছে দিন
খান আর নাই খান
সকাল সকাল গিয়ে আমাকে
আপনার মূল্যবান ভোটটা দিন।