যন্ত্রনা কোথায়  
///////////////////
স্বপ্নগুলো আজ বড় ভঙ্গুর
নিঃশব্দে ভেঙে যাচ্ছে।
চোখের সামনে আছড়ে পড়ছে
ঠিকরে পড়ছে চতুর্দিকে।
যেমন করে ঝরে পড়ে মহীরুহের শুকনো পাতা।
স্বপ্ন ভাঙার কান্নায়
বুকের পাঁজর ভেঙে যাচ্ছে
নিঃশব্দে।
কিন্তু
যন্ত্রনা কোথায়?
অন্তরে ?বাহিরে?


আজ  নেই কোনো যন্ত্রনা?
মনের স্বপ্ন গুলো বিবর্ণ, মৃত
শুধু চেয়ে রয় সংরক্ষিত মমির মতো।
মেঘ গুলো আকাশের বুকে গতিহীন।
তাতেও নেই কোনো রং
সবকিছু রং হীন ।

রাতের অন্ধকারে অশ্বত্থ,নিম,বট কেঁদে মরে।
নিঃশব্দে!
পাতা নেই  ,
শাখা নেই ,
সবকিছু শূন্য এখন।
শুকনো শাখায় বসে আধ মরা
একা এক কাল পেঁচা ।
তার ডাকেও আজ নেই কোনো ভয়।
গোল দুটো চোখ যেন
দুটো আগুনের পিন্ড।
চারিদিক আজ শূন্য
নিঃশব্দ।


সময় আজ ,
নিঃশব্দে ভেঙে পড়ার।
যেখানে কোনো কান্না নেই
নেই কোনো চোখের জল।