যেন ডুবে যাই রসে
********************
কোন রঙে ঢালি
কোন রঙে গড়ি
কোন ছাঁচে ধরি তারে
কোন ডোরে বাঁধি
কোন রসে মন বসে
কোন আসনে হয় সে আসীন
রবি যায় ঢলে তাও সে কি বলে  
ফ্যাকাসে আকাশে যে ভাব ছিল রসে বশে
সে কি শুধু মহাশূন্যে ভাসে
হাবিজাবি চিত্র জমে রইলো চারিপাশে
তবু বিদায়ের আগে
মন শেষ বার বলে যেন ডুবে যাই রসে
আবেগের রসে রাগ একটু মিশে
পিপিলিকার মতো ছুঁয়ে যায় শেষে
অবশেষ রসের হাঁড়ি রইল পড়ে পাশে