ঝরা পাতা পর্ব -১
////////////////////
(আকাশের কৈশোরের আবেগ মাখা কথা,)


পাহাড়ের উঁচু টিলার উপর কে করছে বাস
ভীষণ দামি  পাথরের কে বানিয়েছে আবাস।
নিত্য যাই এই পথ দিয়ে
থমকে দাঁড়াই ,
মুখ তুলে তাকিয়ে দেখি
যদি কারো দেখা মেলে।
আমার ভাঙা ,রং চটা সাইকেলের
চেন পড়ে যায় এই বাড়িটার সামনে এলে।


চেন তোলার আশায় মিনিট দশেক কাটাই
মন শুধু বলে একবার যদি
মহল বাসীর দেখা পাই।
কত কথাই ভাবি সাত পাঁচ!
মহলে কি কেউ নাই ?
শুধুই ভুতের বাস?
কি ভূতুড়ে মহল রে ভাই !
কে বানালো এত খরচ করে?
টাকার বোধহয় গাছ ছিল
তাই দিয়েছে গড়ে।
উঁচু উঁচু গারদ ভরা জানালা
মস্ত বড় দরজা আছে
লোক যে কোথায় ?
কারোর দেখা মেলে না।
মহলে বন্দি থেকে কিভাবে সময় কাটায়?


পিছন থেকে উঠলো চেঁচিয়ে ইয়া বড় পেঁচা
পরান টা আমার বেরিয়ে যায় আত্মারাম খাঁচা।
ঘুরে দেখি চারিদিকে অন্ধকার আর কালো
ভালোয় ভালোয় ফিরে গেলেই দিনটা যাবে ভালো।
বিন্দু বিন্দু ঘামের ফোঁটা কপালে দিলো ধরা
মনের মাঝে প্রশ্ন গুলোর উত্তর রইল অধরা।


ক্রমশ........