ক্যাসিওপিয়া ও প্রেম আমার
****************
কতো দিন দেখা হয় নাই তার সাথে
সে কথা মন মানতে চায় না
প্রাণ শুনেও বুঝতে চায় না
কত অলস বিকেল
কেটে গেছে তার অনুপস্থিতিতে
মন কাঁদে
সেই ফুঁপিয়ে উঠা কান্নায় নয়ন ভিজে যায়
মন ভেজে না।


তার উপস্থিতি জ্বলজ্বল করছে লুব্ধকের মতো
কল্প বিজ্ঞানের গল্পের মতো
আবেগের যে লু বইছিলো
তার আর ক্যাসিওপিয়া
হয়ে  ওঠা হলো না
কালপুরুষের শিকারি কুকুরের মতো চেয়ে রইলো ।
পাহাড় প্রমান আবেগ হিমালয়ের হিমঘরে।
তবুও ফুঁপিয়ে ফুঁপিয়ে
কেঁদে ওঠে মন।
সেই ডুকরে উঠা কান্নায়
হিমবাহের হয়না কোন সরন ।


ক্যাসিওপিয়া...
প্রেম আমার আজও
লুব্ধকের মতো জ্বলে
আর কালপুরুষের
শিকারী কুকুরের মত চেয়ে রয়