লটি (চতুর্থ পর্ব)
।।।।।।।।।।।।।।।।।।।।।।
যদি হও মোর সম গোত্র,
পারো যদি করতে টাকা গাড়ি বাড়ি,
তবেই আমি তোমার সাথে
লবঙ্গ লতিকার কথা ভাবতে পারি।
লটি কিছু বলতে চাইল, শুনলো না কথা তার।
বোকেঝোকে ঘরের মধ্যে উচ্স্বরে  
নিলো এক নরসিংহ অবতার।


লটির আশায় থেকে থেকে
কেটে গেল কয়েক মাস,
কোনো ভাবেই এলোনা আর,
এলোনা আসপাশ।
অনেক পরে বলল ও বাবার কথাই সত্যি,
যদি চাও আমায় পেতে এসব করো পূর্তি।


ভাঙল আকাশ,ভাঙল মন,
ভাঙল বুকের পাঁজর।
মনে হলো খুঁচিয়ে মারি
নিজের প্রাণে তীক্ষ্ণ কোনো খঞ্জর।


কথা গুলো তীরের মত
জখম দেয় মনে।
মনের মাঝে উঠলো ঝড়,
উঠলো প্রশ্ন
লটি তুমিও?
আছো উচাকাঙ্ক্ষার উচ্চাসনে।


ক্রমশ......