লটি(ষষ্ঠ পর্ব)
///////////////////////
লাবণ্য আজ মহারানী
জমিদারের গৃহিণী।
তোমার জন্য বসে নেই সে
আজ অন্য কারো সহধর্মিনী।


তুমি এখন আসতে পারো
নেই আর কোনো কথা।
শোনো ,
মনে রেখো লাবণ্যর সাথে
কোনো দিনও করতে চেওনা দেখা।


খুঁকি বিরস মনে বলে ওঠে তারপর ?
লটির আশা ছেড়ে দিলাম,
শহর,শহর,নগর নগর পথেপথে
বেলাবয়ে গেল,
বয়স এখন আশীতিপর।
দেখতে দেখতে গোধূলি হলো,
জীবন আজও অগোছালো
চলছে আলেয়ার আলোয়।


আমি এখন আসি,
মা একা বয়স হয়েছে,
ভয় পায় চিন্তা করে।


যেই না মুখ ফিরালো
খুব চেনা গলার চেনা আওয়াজ
গলির থেকে কানে এলো।
ধীরে ধীরে মুখ ফিরালো প্রভাস,
তাকিয়ে দেখে হারিয়ে যাওয়া লটি
সাথে আছে সোনার মেয়ে
সেই মায়াবী খুঁকি।


দুজনে দুজনার মুখে তাকিয়ে থাকে,
বিরহের ভাষা,আবেগের স্রোত
নিঃশব্দে বইছে বুকে।


ক্রমশ............