নাম তার পার্থীতা (তৃতীয় পর্ব)
/////////////////////////////////////


হাঁসফাঁস করে কাকা ফিরলেন
সঙ্গে বদন ভরা হাসি,
সেকরার কাছে সোনার আগাম
দিয়ে এলাম ছড়াতে তোর খুশি।
মেয়ে বলে খরচ করে বিয়ে দেওয়ার আছে কিছু মানে
সর্বশান্ত হয়ে যাবে তুমি
এতোটাকা খরচ করে বিয়ের আয়োজনে।


কাকা বলে দেখ মা
তুই আমাদের একমাত্র মেয়ে
তোর সুখের কথা ভেবে ভেবে
জীবন ভর দুঃখ কষ্ট গেছি সয়ে সয়ে।
তোর সব কথা শুনেছি
সব সময় আমরা দুজনে
কখনো কোনো বাধা দেই নে
তোর ভালোর জন্য করছি মোরা,
এটা মেনে নে।
ছেলে যে বিলেত ফেরত
উচ্চ সম্ভ্রান্ত পরিবার
দশ বিশটা গাঁয়ের মেয়ের বাবা
মুখিয়ে আছে জুড়তে সংসার।


কিন্তু বাবা বলে কিছু বলতে চাইলো পার্থীতা!
কাকা বলে তোকে কিছু বলতে হবেনা
এবার চুপ কর তুই মা।
কাকা কাকী বেজায় খুশি আসছে দিন কাছে
মাঘ পাঞ্চমীর দিনে হবে চার হাত এক সাথে।


সামনে দিয়ে পচা যাচ্ছিল
তার ঝড়ঝড়ে সাইকেলে চেপে
কাকা তাকে ডেকে বলে শোন
বিয়ের দিন সপরিবারে আসিস নিমন্ত্রণ খেতে।
মাথা নেড়ে হু বলে পচা যাচ্ছিল বেগে
কাকা বলে লাইট সাউন্ড ডেকরেটরস
সবাইকে বলে রাখিস আগেভাগে।


কথায় কথায় রাত্রি হলো
জ্যোস্না এলো নেমে
কাকা কাকি বলে ওঠে-
ঠাকুর ভালোয় ভালোয়
কাজ যেন হয়ে যায় সবার মিষ্টি প্রেমে।


ক্রমশ...........