নীল জোছঅনা
///////////////////
উজ্জ্বল নক্ষত্র প্রভার মতো
চোখ দুটো নিষ্প্রভ
ছায়াপথের মত স্ফটিক মন
বিষন্নতার গহন আঁধারে
চাঁদের জোছনার মতো নির্মল প্রেম
আজ গরল বাষ্প
বসন্তের আবেগী বাতাসে বইছে
স্পৃহার লেলিহান লু
প্রেম ঘৃণা আর প্রতিশোধ
আজ এক সরল রেখায়
শুধু দহনের উঁচু ইমারত বুকে আর ফুসফুসে।
মস্তিষ্কের সমস্ত জালিকা
আরও পেঁচালো আরো জটিল
পিরিত আজ-
পথ আর বিপথের দ্বন্দ্বে
জীবনের সব রেখা গুলো এখন বক্র
আবেগের মাজগধোলাই-
নিথর হয়ে দাঁড়িয়ে স্ট্যাচুর মতো।