নীরবতা আর নিস্তব্ধতা
///////////////////////////
নিস্তব্ধতার একটা ভাষা আছে
সে ভাষা ছুঁয়ে যায় অন্তরের কোনা কোনা।
সে কখনো শীতল
কখনও বা বিন্দু বিন্দু চোখের জল।
নীরবতার একটা বার্তা আছে
সে কখনো ছুঁয়ে যায়
তৃষ্ণার্ত মন কখনো বা নয়ন।
নিস্তব্ধতা নীরবতা আজ দুটোই আমার বাম অলিন্দে
দুটোই জানিয়ে যায় তাদের উপস্থিতি।
যেমন তোমার উপস্থিতি জানিয়ে যায়
নীরবতা আর নিস্তব্ধতায় দিবা নিশি।
যা বোঝবার মতো
তোমার না ছিলো নয়ন
না ছিলো  মন
ফারাক শুধু এইটুকু
এদের সাথে আপোষ করতে শিখে গেছি