নির্বাক মন
///////////


খোলা আকাশের নীচে
চৌচির বুকফাটা মাটির বুকে
নির্বাক মন হা করে তাকিয়ে  কিসের আশায়
ভাগ্যের ভাষায় চেয়ে রয় চাতকি নয়ন
প্রেম সে কি শুধু অলীক রতন।


যদি তুমি নাই দেবে প্রেম
তবে কেন দিয়েছিলে প্রেমের ভাষা
যদি প্রেম নাই দেবে তবে
কেন জাগিয়েছিলে আশা
যে ছিল আঁধারের প্রাচীরে
কেন তারে নিয়ে এলে আলোর দুয়ারে।
সেকি তোমার প্রেম ছিলো না
ছিল শুধু ছলনা
দিলে ব্যথা দিলে দুঃখ দিলে যাতনা যন্ত্রনা
তবে বহিবার মতো শক্তি কেনো দিলে না।