পদধ্বনি শুনি
********
সহস্রাধিক পদতলে
কিছু পদধূলি উড়েছিলো ঊষাকালে
কিছু মন বুনে ছিল স্বপ্ন
সেই পদধূলি ঝড়ে  
ছিল নতুন কিছুর ডাক
ছিল দশের দেশের
নব কালের জোয়ার।
ছিলো পরিবর্তনের ঘূর্ণিপাক
ধীরে ধীরে নীরব হলো
সেই পদতলের ধ্বনি
হারিয়ে গেল
সেই নব জোয়ারের সঞ্জীবনী


সম্মুখে যা রইল পড়ে সে শুধু রসাতল।
সেখানেও নতুন ভাবে এসেছে কোলাহল
এসেছে নতুন ভাবে পদধ্বনি
সেখানেও উঠেছে ধুলো ঝড়
সেই ঝড়ে আছে শুধু
গরল গরল আর হলাহল