পিট্যুইটারির খেলা
***********
বান্ধব স্কয়ারে যারা ছিল
যে যার মতো সবাই গেছে ফিরে
শুধু পথের ধুলোয়
ফুলের তোড়াটা রয়ে আছে পড়ে
একে একে পায়ে পায়ে সবাই দিচ্ছে সরিয়ে
তারই মাঝে কেউবা ব্যঙ্গ করে
দুপায়ে যাচ্ছে মাড়িয়ে
ফ্যাকাশে মুখে নত চোখে
দূরে দাঁড়িয়ে একুশী এক কিশোর
মনের জ্বালায় দাঁড়িয়ে রইলো বাছা
দিন কাটিয়ে ভোর
এক দুফোঁটা জল পড়লো ঝরে ধূলি ধূসর ধরায়
নিঃশব্দে ভেতরে ভেতরে বুকটা ফেটে যায়
চোখের তারায় জড়িয়ে ধরে ব্যর্থ প্রেমের ছাপ
এক পায়েতে দাঁড়িয়ে থেকে করছে অনুতাপ


শত খানা গোলাপ ছিলো ফুলের তোড়ায় সেজে
প্রেমের প্রাপ্তি হলোনা তার
প্রেমিকা গেছে ভেগে
অন্য কোনো দেশে গেছে রঙ্গিন মেঘের পাখায়
সে তো ফুলের তোড়ার যোগ্য ছিলোনা
কে যে তাকে বোঝায়
দূর হতে আমিও দেখি
দু চোখ ভেজা জলে
প্রেমের নাম পিট্যুইটারির খেলা
জ্বালায় শুধু জ্বলে।