পোস্টার বয়
////////////
দাদা এক ছিল পাড়ায়
ডাকতো সবাই বাবু বলে
ঠুকত সেলাম দিনে রাতে
প্রভাবশালী ব্যক্তি বলে
গাল দুটো তার গোলুগোলু
ঝুলে গেছে ওজন ভারে
মস্ত জ্ঞানী বুদ্ধি পাকামাথা
চুল গুলো তার অল্প সাদা
রাসভারী,থাকেন গম্ভীর সদা
দিনগুলো তার কাটছিল মহাসুখে
পরীদের সাথে বিদেশ ঘুরেঘুরে
যায় দামি গাড়ি চড়ে
চলছে চর্চা ঘরে বাইরে
চায়ের দোকান,রাস্তার মোড়ে
সখ তার কম নয়
আছে ফ্রেঞ্চ কাট দাড়ি
দিনে দিনে বাড়িয়েছে
বাড়ি আর নামি দামি গাড়ি
আছে তার স্কুল হাউস
আছে বিলাস বহুতল ঘর
চলে তার আধিপত্য গ্রাম থেকে শহর


সুন্দরী রমণী
থাকে তার সদা আসে পাশে
বয়স একটু বেশি হলেও
সময় কাটান রসে বসে রঙ্গরসে
দয়ার সাগর তিনি হৃদয় বড় তার
দুহাতে দিয়েছেন উজাড় করে
গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা
আর গজমতির হার।
ভরেছেন নিজে  কিছু আপনার ঘরে
বাকি যা করেছেন
সব ওই ঘনিষ্ঠ রমণীর তরে
তলে তলে বেড়েছে তার সম্পদের পাহাড়
হাড়ে নেই জোর আজ
তবু কামিনী কাঞ্চনে করে বাস
টাকার পাহাড় বানিয়ে বাবু
পড়লো ধরা শেষে পুলিশের জালে
সাধের রাজা রানী গেছে সরে
আজ পানি নাইকো হালে


রমণীর নেশা ছিল বাবুর
জানতো না কেউ ,সে সব কথা
চিচিং ফাঁক হলো সবই
ঘুরছে এখন রাজ্য বাসীর মাথা
হাসপাতালে ভর্তি এখন
বুকের ব্যথা নিয়ে।
মেডিক্যাল চেক আপ চলছে তার
এইমসের ডাক্তার দিয়ে।
মিডিয়া গল্প বলছে চেঁচিয়ে চেঁচিয়ে
পোস্টার বয় তিনি এখন
এটাই কি ছিলো বিধির লিখন


মুখে মুখে ছাড়ার মতো
ঘুরছে সেই রমণীর কথা
বাঁচও বাঁচও বলে সবাই
ঠুকছে  রানীর পায়ে মাথা
রানী  আবার গলাতুলে
চেঁচিয়ে বলে শোনো
আমার গায়ে কালি ছেঁটালে
ফল হবে না ভালো
সভা করে বলেন তিনি
আমি বহু প্রতিভার মালিক
গান লেখা সুর দেওয়া
কাব্য লেখা ছবি আঁকা
এসব কি জানে পাবলিক?
রেগে গিয়ে
আরো বলেন রানী
শুধু রং কি আছে আমার হাতে?
আলকাতরা ও আছে সাথে
ছিটিয়ে মারবো
সব দুষ্প্রচারীদের মুখে।